মৌলভীবাজারে প্রবাসীর সাথে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩৫:১৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ‘পারস্পরিক সমাজকল্যাণ সংস্থা’র’ আয়োজনে কানাডা প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরেন্ট, অন্টারিও কানাডা কর্তৃক পারস্পরিক সমাজকল্যাণ সংস্থার শিক্ষা প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মৌলভীবাজার পৌরসভা সম্মেলন কক্ষে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান সুয়ারার সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক আজমল আহমদ চৌধুরীর পরিচালনায় অতিথি ছিলেন কানাডাস্থ জেলা এসোসিয়েশনের সভাপতি লায়েকুল হক চৌধুরী।
উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, কানাডা প্রবাসী মোহাম্মদ আব্দুল মুহিত, শারমিন সুলতানা, আব্দুল ওয়াহিদ সহ অন্যন্যরা।
মতবিনিময় সভার শুরুতে উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন রাজনগর টিএসসির প্রশিক্ষক শিপন মিয়া, প্রকৌশলী সৈয়দ আব্দুল গফ্ফার, এডভোকেট এইচ এম মোস্তাক আহমদ। উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু, এস এম উমেদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে লায়েকুল হক চৌধুরী নগদ ২ লক্ষ ৬৫ হাজার টাকা ও আরও ২০ হাজার টাকাসহ মোট ২ লক্ষ ৮৫ হাজার টাকা মৌলভীবাজার পারস্পরিক নেতৃবৃন্দের কাছে হস্থান্তর করেন। পরে অতিথিদের সম্মানে নৈশ ভোজের আয়োজন করা হয়।