বড়লেখায় কৃষি জমির মাটি পাচার, অর্ধলক্ষ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ৮:০৮:৩২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের মাইজগ্রাম এলাকায় কৃষি জমি হতে মাটি কেটে পরিবহনের দায়ে আবুল হাসান নামক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন। এসময় থানার এসআই জাহেদ আহমদের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বড়লেখার প্রত্যন্ত অঞ্চলে অসাধু মাটি ব্যবসায়িরা অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন ভারি যানবাহনে পরিবহন করে। এতে গ্রামীণ রাস্তাঘাটের মারাত্মক ক্ষতির পাশাপাশি ফসলি জমির উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে। প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতও যেন তা রোধ করতে পারছে না। সাম্প্রতিক ভ্রাম্যমাণ আদালতের ব্যাপক অভিযানের কারণে মাটি পাচরাকারি চক্র কৌশল পাল্টে দিনের পরিবর্তে এখন রাতের আধারে ফসলি জমির মাটি কেটে বিক্রি করছে। সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন জানান, অসাধু চক্রের বিরুদ্ধে পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।