বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২৯:৫৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে ৯ বছরের ব্যবধানেই বৈশ্বিক তাপমাত্রা প্রথমবারের মত ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ক্লাইমেট সার্ভিস। তবে বিজ্ঞানীরা বলছেন কার্বন নির্গমন কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এখনো তাপমাত্রা বৃদ্ধির হার কমানো সম্ভব। খবর বিবিসি।
রয়্যাল মেটিওরোলজিক্যাল সোসাইটির অধ্যাপক লিজ বেন্টলি সতর্ক করেছেন যে বার্ষিক গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করা আমাদের এখনো ভুল পথে থাকার দিকেই ইঙ্গিত করে। দীর্ঘমেয়াদী উষ্ণায়নকে প্রাক-শিল্প স্তরের উপরে ১.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সীমাবদ্ধ করা, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টার অন্যতম প্রধান একটি বিষয়। কিন্তু ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা ১.৫২ ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছেছে।
তবে বিজ্ঞানী এক অংশের দাবি, এক বছর তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেলেই তার মাধ্যমে প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা পুরোপুরি ভঙ্গ হয়েছে এমনটা নয়। বরং এরপরেও যদি তাপমাত্রা বৃদ্ধির এই উচ্চমুখী ধারা বজায় থাকে, তবে সেই লক্ষ্যমাত্রা পুরোপুরি ভঙ্গ হয়েছে বলে ধরে নেয়া যাবে। তাই গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ কমিয়ে এখনো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে লাগাম টানা সম্ভব।
প্যারিস চুক্তি অনুযাযী, প্রাক শিল্প যুগ অর্থাৎ ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু ২০১৮ সালে পুনরায় পর্যালোচনা করে দেখা যায়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে গেলেই সেটি বিপদজনক হবে।