সুনামগঞ্জ সদরে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় ৫ জন
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৩৪:১০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মাঠে সরব পদচারনা না থাকলেও বেশ কয়েকজন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তারা নিরবে চালিয়ে যাচ্ছেন মাঠ পর্যায়ে যোগাযোগ। বিএনপি ও জামায়াতের প্রার্থী কে হতে পারেন প্রার্থী কিংবা নির্বাচনে অংশ নেবে কিনা এ বিষয়টিও এখনও পরিষ্কার হচ্ছেনা। এ পর্যন্ত ৫ জনের নাম শুনা যাচ্ছে যে তারা নির্বাচন করবেন।
বর্তমান ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন এবারও নির্বাচন করবেন এটা প্রায় নিশ্চিত। তিনি যোগাযোগও রাখছেন মাঠ পর্যায়ে। এদিকে, সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব এবার নির্বাচনে প্রার্থী হবেন অনেকটাই নিশ্চিত। তার সদর উপজেলা জুড়ে রয়েছে বিশাল ভোট ব্যাংক।
এছাড়া জাকির হোসেন শাহীন, সাবেক পৌর কাউন্সিলর শামীম চৌধুরী সামু, পৌর শহরের মো. বাবলু মিয়া ও ব্যবসায়ী শাহ রুবেল আহমেদ এর নাম শুনা যাচ্ছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আগ্রহী প্রার্থীর সংখ্যা কম। এখন পর্যন্ত বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও গত নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকা সাদিয়া বখত সুরভী আসার আলোচনা রয়েছে।
বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল হোসেন বলেন, আমি এবারও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেব। জনগণ আবারও আমাকে প্রার্থী হতে বলছেন এবং ভোটের মাঠে ব্যাপক সাড়া পাচ্ছি।
গত নির্বাচনে আবুল হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাকির হোসেন শাহীন। তিনি আওয়ামী আদর্শের রাজনীতিতে যুক্ত। তিনি বলেন, গতবার সামান্য ভোটের জন্য পরাজিত হয়েছি। তাই এবার আগে থেকেই মাঠে আছি। গ্রামে গ্রামে মানুষের কাছে যাচ্ছি। আগের ভুলগুলো শুধরে এবার বিজয় প্রত্যাশা করছি।
সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব বললেন, আমি গত টার্মে নির্বাচনে অংশ নেইনি। ভোটাররা আমাকে অনেক চাপে রেখেছিলেন। এবার ভোটাররা খুব বেশি চাপ দিচ্ছেন। ভোটাররা যেহেতু চায় সেহেতু নির্বাচনে যাবো।
সাবেক কাউন্সিলর শামিম চৌধুরী সামু বলেন, আমি নির্বাচনমুখি মানুষ। জনগণের সেবক। জনগণ নির্বাচন এলে পরিচিত মুখ খোঁজে। নির্বাচনে জয় পরাজয় থাকবে এটাই স্বাভাবিক। এবারও মানুষ চাচ্ছে মানুষের কথা বলার জন্য আমি নির্বাচনে যাই। সুনামগঞ্জের মানুষের শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আমি নির্বাচনে অংশ নেব।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক বাবলু মিয়া ও ব্যবসায়ী শাহ রুবেল আহমেদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবারও নির্বাচনে অংশ নিবেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।