জগন্নাথপুরে সরিষা প্রদর্শনী মাঠ দিবস
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪২:২৫ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে সকল পতিত জমি আবাদের আওতায় আনতে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তা বাস্তবায়নে একের পর এক নানা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। জমি অনুপাতে আমন ধান, বোরো ধান, আউশ ধান, শাক-সবজি, সরিষা, ফল-ফুল সহ সকল প্রকার খাদ্যশস্য আবাদের মাধ্যমে ক্রমান্বয়ে পতিত জমিগুলো আবাদের আওতায় আনা হচ্ছে।
এরই অংশ হিসেবে বুধবার জগন্নাথপুর পৌর এলাকার হাসিমাবাদ হাওরে আবাদকৃত সরিষা প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম প্রমূখ। এতে উপজেলা কৃষি অধিদপ্তরের সকল উপ-সহকারী কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের সুধীজন ও উৎসাহি কৃষকগণ অংশ গ্রহণ করেন।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, সরকারি কৃষি প্রণোদনার মাধ্যমে এ হাওরের ১০০ বিঘা জমিতে ক্লাস্টার আকারে সরিষা আবাদ করা হয়েছে। এভাবেই একের পর এক জগন্নাথপুরে অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আসছে।