জগন্নাথপুরে গুণীজন সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪৩:৩১ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা তাজিবুর রহমান কানাডা গমণ উপলক্ষে এবং যুক্তরাজ্য প্রবাসী মো. দরছ মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী মো. মুহিদ উল্লাহ সহ ৩ গুণীজনদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার কেশবপুর বাজার এলাকায় রাধারমণ স্মৃতি কমপ্লেক্স এর নির্ধারিত স্থানে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে ও সানি আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক। সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর তাজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আলাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, পৌর কাউন্সিলর কামাল হোসেন। এ সময় যুক্তরাজ্য প্রবাসী লায়েক আলী বাহাদুর, কেশবপুর বাজার সেক্রেটারি মোহন মিয়া, রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি আছকির আলী, যুগ্ম-সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, নির্বাহী সদস্য টুনু মিয়া, কামরুল হাসান তেরাই, তৈয়ব আলী, মিরাস আলী, মখলিছ মিয়া, চুনু মিয়া, মিজান মিয়া, রুহিন মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তানিশা দেওয়ান ও বিরহী সুলতানা।