মেট্রোপলিটন ইউনিভার্সিটির এমপিএল’র দ্বাদশ আসর শুরু
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪৯:২৯ অপরাহ্ন
মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লিগ (এমপিএল)’ এর দ্বাদশ আসর শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে লীগের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফা। অন্যান্যের মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও রেজিস্ট্রার তারেক ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদ, স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্সের ভারপ্রাপ্ত ডিন মো. মাসুদ রানা, সহকারী অধ্যাপক সাইদুর রহমান পলাশ, আলাউল হক, আমজাদ হোসেন, জেসী সাহা, সহকারি প্রকৌশলী শান্তি বাবু রায়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট শেখ মনসুরুজ্জামান ইমন, সেক্রেটারি রিয়াদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম জেড ফজলে রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি