ইজতেমার ২য় পর্ব শুরু : লাখো মুসল্লীর জুমআ’ আদায়
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৩২:১৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এদিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে তুরাগ নদের তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ আদায় হয়েছে। জুমার নামাজ পড়ান মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।দুপুর ১টা ৪৭ মিনিটে জুমার জামাত শুরু হয়ে শেষ হয় ১টা ৫৭ মিনিটে। এর আগে, ইজতেমা ময়দানে জুমার নামাজে খুতবা পাঠ শুরু হয় দুপুর ১টা ৩১ মিনিটে, যা শেষ হয় ১টা ৪৬ মিনিটে।
জুমার নামাজে লাখ লাখ মুসল্লি অংশ নেন। ইজতেমার মূল প্যান্ডেল ছাপিয়ে ময়দানের চারদিকে রাস্তাঘাটেও ধর্মপ্রাণ মুসলমানরা জুমার নামাজে শরিক হন। শুক্রবার বাদ ফজর মাওলানা সাদের ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম তাবলিগ জামাতের ৫৭তম ইজতেমার দ্বিতীয় পর্ব। যদিও বৃহস্পতিবার বাদ জোহর পাকিস্তানের মাওলানা হারুন কোরায়েশির বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন আয়োজকরা।
ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম ইজতেমা ময়দানে ছয় মুসল্লির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। আর ইজতেমায় আসার পথে আব্দুল্লাহপুরে বাসের ধাক্কায় এক মুসল্লি মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো তিন মুসল্লি। এই নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের শুরুতেই মারা গেলেন সাত মুসল্লি।
জুমার আগে বয়ান করেন মাওলানা মনির বিন ইউসুফ। বাদ জুমা বয়ান করেন আরবের মাওলানা শেখ মোফলে। বাদ আসর মাওলানা মোশারফ, বাদ মাগরিব মাওলানা ইউসুফ বিন সাদ বয়ান করবেন। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় সমাবেশের আসর শেষ হবে।