ঘুমধুম-উখিয়ার সীমান্তে ফের গোলাগুলির শব্দ
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৪০:৫৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ঘুমধুম-উখিয়ার সীমান্তের ওপারে মিয়ানমারে আবারও থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত ঘুমধুম ও উখিয়ার থাইংখালি রহমতের বিল সীমান্তের ওপারে এ ঘটনা ঘটছে।
স্থানীয় থাইংখালি রহমতের বিলের কৃষক আবুল কালাম বলেন, মিয়ানমার ওপারে যখন গোলাগুলি শুরু হয়, তখন নিজের খেতে ও চাষের জমি ফেলে অন্য জায়গায় সরে গিয়েছিলাম। পরে গতকাল কিছুটা গুলির শব্দ কম শোনা গেলেও আজ ভোর থেকে ওপারে পুনরায় চলছে গোলাগুলি। এ গোলাগুলি শব্দ এপারে ভেসে আসছে।
উখিয়ার পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ গফুর উদ্দিন চৌধুরী বলেন, থাইংখালি রহমতের বিল এলাকার লোকজনদের মাধ্যমে জানতে পেরেছি। ভোর থেকে মিয়ানমার ওপারে আবারো গোলাগুলির শব্দ হচ্ছে বলে তারা আমাকে বলেছে।
তিনি আরও বলেন, আমাদের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা রোহিঙ্গা অনুপ্রেবেশ ঠেকাতে সর্বোচ্চ সর্তকভাবে সীমান্ত পাহারা দিচ্ছেন।