মাঘের শেষে ফের হাড় কাঁপানো শীত
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ৯:০৬:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মাঘের শেষে হাড় কাঁপানো শীতে যেন আবারও জবুথবু হতে যাচ্ছে জনজীবন। মাঝে কিছুদিন তাপমাত্রা বেড়ে গেলেও বৃহস্পতিবার রাত থেকে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। এদিকে রাতভর বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। এতে পথচারীদের গা ভিজে যাচ্ছে। দুর্ভোগে পড়েছেন নি¤œআয়ের মানুষ। সকালে কুয়াশার কারণে যানবাহন তুলনামূলক ধীরগতিতে চলাচল করছে। যখন হিমেল বাতাস বয়ে যায় তখন মানুষের পাশাপাশি পশুপাখিরাও যেন কাবু হয়ে পড়ে। এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এদিকে মাঘের শেষ দিকে মৌলভীবাজারসহ দেশের কয়েকটি জেলায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সিলেটজুড়ে কনকনে শীত অনুভূত হচ্ছে। গত চার দিনের ব্যবধানে বিভাগের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
শুক্রবারও (৯ ফেব্রুয়ারি) তাপমাত্রা ছিল ৮ ডিগ্রির ঘরে। এদিকে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। এদিন সকাল থেকে সূর্যের মুখ দেখা না গেলেও বেলা সাড়ে ১০টার কিছু পরে সূর্য উঠেছে। এর আগে সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বিশেষ বিকেল হলে শীতের তীব্রতা বেড়ে সকাল পর্যন্ত তা অব্যাহত থাকছে। শীতের কারণে সবচেয়ে বেশি হাওরপাড় ও চা বাগান এলাকাসহ শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন। শীতে নিম্ন আয়ের মানুষ কষ্টে দিনযাপন করছেন।
আবহাওয়া অধিদপ্তর সিলেট অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৬৭ শতাংশ। এ দিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৯৭ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও তা উত্তাপ ছড়াচ্ছে না। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে।
শনিবার সিলেট বিভাগের মৌলভীবাজারসহ কয়েকটি জেলায় এ ধরনের তাপমাত্রা থাকবে। পরের দিন থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রটি পূর্ভাবাস দিয়েছে।আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গলের আবহাওয়া সহকারী কর্মকর্তা আনিছুর রহমান বলেন, শুত্রুবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চলিত ফেব্রুয়ারি মাসের পুরোটাই এভাবে তাপমাত্রা ওঠানামার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবকি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।