শামসুর রহমান মেধাবৃত্তি বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫৩:২০ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জহিরুল হক শাকিল বলেছেন, বর্তমানে বিশ^ায়নের যুগ চলছে। এজন্য ইন্টারন্যাশনাল শেয়ারিং হচ্ছে। এ অবস্থায় শিক্ষার্থীদের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে না পারলে তারা বৈশিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।তিনি শনিবার সকাল ১১টায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে শামসুর রহমান ফাউন্ডেশন আয়োজিত জুনিয়র ও প্রাথমিক বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও নাট্যকার আফজল হোসেন এর পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন হাইকোর্টের আইনজীবি ব্যারিস্টার মো. ফয়েজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও লেখক আ.ফ.ম সাঈদ, কবি ও প্রকাশক নাজমুল হক নাজু, ছড়াকার ও প্রকাশক লুৎফুর রহমান তোফায়েল। অনুষ্ঠানের শরুতে স্বাগত বক্তব্য রাখেন শামসুর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব জিবলু রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোগলাবাজার সানফ্লাওয়ার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মো. শাহাব উদ্দিন শিহাব।
উল্লেখ্য, এবারের ২৬ তম বৃত্তি পরীক্ষায় সিলেট বিভাগ থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণীর ২৬১২ জন অংশগ্রহণ করেন। তার মধ্য থেকে ২৮৮ জনকে বৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি