শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ শাখার কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫৭:১৯ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক এবং সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ বলেছেন, আর্তমানবতার কল্যাণ সাধনই হচ্ছে ইসলামের মূলনীতি। জাতির যে কোনো দুর্যোগকালীন মুহূর্ত ও ক্রান্তিকালে সামর্থবান সকলকে অসহায়দের পাশে থাকা করুণা নয় নৈতিক দায়িত্ব। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না থাকায় আজ মানুষে মানুষে ব্যবধান ক্রমেই বাড়ছে। তাই আর্তমানবতার মুক্তির জন্য মানুষের মধ্যে ব্যবধান কমাতে হবে। সুখে, দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে।
শনিবার বিকাল ৩ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা দক্ষিণ শাখার উদ্যোগে জেলা কার্যকরী পরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।জেলা সভাপতি ফখরুল ইসলাম খান এর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা মাওলানা নজরুল ইসলাম। মহাগ্রন্থ আল কুরআন থেকে দারস পেশ করেন শ্রমিক কল্যাণের সিলেট বিভাগের সাবেক সাধারণ সম্পাদক হাকিম নাজিম উদ্দিন।
উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি রেহান উদ্দিন রায়হান, সহকারী সাধারণ সম্পাদক যথাক্রমে জাহেদুর রহমান, আব্দুল হান্নান ও আব্দুল মুমিন, শ্রমিকনেতা কুতুবউদ্দিন, আব্দুল হামিদ, জুলেখ আহমদ, শাহীন আহমদ রাজু, গোলাম মোস্তফা মুসা ও মুনিবুর রহমান পাবেল। বিজ্ঞপ্তি