শ্রীমঙ্গলে মাওলানা এম এ মান্নান স্মরণসভা
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ৭:২৯:৫৪ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: দৈনিক ইনকিলাব ও জমিয়তুল মোদার্রেছীনের প্রতিষ্ঠাতা মাওলানা এম এ মান্নান (রহ.)-এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও স্মরণসভার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরের হবিগঞ্জ রোডস্থা নূর ফুডস হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে ইনকিলাব পাঠক ফোরাম শ্রীমঙ্গলের এ উদ্যোগে এ আয়োজন করা হয়।
পাঠক ফোরাম সভাপতি মো. নূরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু। ইনকিলাবের শ্রীমঙ্গল সংবাদদাতা ও ফোরামের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল জামে মসজিদের খতিব মাওলানা হাফিজ মো. আব্দুল কুদ্দুস নিজামী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর এম সালাম, ৩৬০ আউলিয়া স্মৃতি পষিদের সভাপতি মোহাম্মদ আব্দুল মোমিন, সমাজসেবক মো. ইয়াকুব আলী, আসদ্দর আলী জামে মসজিদের খতিব সৈয়দ এ কে এম মঈন উদ্দিন ফারুকী, আরপি নিউজ টোয়েন্টি ফোর এর সম্পাদক কমরেড সৈয়দ মো. আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালা উদ্দিন, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমেদ, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মো. আব্দুস শুক্কুর, ইনকিলাব পাঠক ফোরামের সহ সভাপতি মো. ফয়সল আহমদ, টি অ্যাসোসিয়েশন এর সহসভাপতি ও মাস্টার টি’র স্বত্বাধিকারি মো. সাইফুল ইসলাম বুলবুল, ছাত্রনেতা সালেহ আহমদ প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলওয়াত করেন হাফিজ মো. মোজাহিদুল ইসলাম।