ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩২:১৫ অপরাহ্ন
শুক্রবার বিকাল ৩টায় নগরীর সারদা হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতি সাইদ আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি নজির আহমদ, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, ফজলুল হক, মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, মাওলানা আসআদ উদ্দিন, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা বদরুল হক, জাকির হোসেন, আরিফুল ইসলাম শামিম, প্রভাষক বুরহান উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি