ইছরাব আলী স্কুল ও কলেজে গুণীজন সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩৪:১০ অপরাহ্ন
ইছরাব আলী হাই স্কুল ও কলেজের গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টায় কলেজের হলরুমে এই গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।ইছরাব আলী হাই স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি শাহ নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ফারহানা ফেরদৌসী হক ও কামিল আহমদ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য যুক্তরাজ্যের মলভ্যালি থেকে বার বার নির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গীর আলম রাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসি ও হ্যাল্পিং হ্যান্ডস এর ভাইস প্রেসিডেন্ট সৈয়দ হেলাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসি নজমুল হোসেন পারভেজ, যুক্তরাজ্য প্রবাসি ও কমিউনিটি নেতা সৈয়দ মনসুর আহমদ, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য আব্দুর রউফ দারা, কুচাই জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মসরু, যুক্তরাজ্য প্রবাসি রাজনীতিবিদ সৈয়দ মনসুর আহমদ, ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর লিটন আহমদ, সৈয়দ আবুল খায়ের বাবুল, সহকারী প্রধান শিক্ষক কয়েছ আহমদ, ফ্রান্স প্রবাসি শাকিল আহমদ দুলাল, যুক্তরাজ্য প্রবাসি রেজাম আহমদ, খোবায়ের খুবের, সৈয়দ জামিল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইছরাব আলী হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ শরিফ উদ্দিন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষার্থী বর্ষা রানী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল হান্নান। অনুষ্ঠানে প্রবাসিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
গুণীজন সংবর্ধনার পূর্বে ইছরাব আলী হাই স্কুল ও কলেজ প্রাঙনে শীতকালীন এক পিঠা উৎসবের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি