শহরমুখী মানুষ, বিকেন্দ্রীকরণের তাগিদ নগর পরিকল্পনাবিদদের
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৫:৩৯ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : অপরিকল্পিত নগরায়ণে বাড়ছে নানা সমস্যা। বড় নগরগুলোতে কাজের আশায় গ্রাম থেকে ছুটে আসছে মানুষ। নগরে এসে তারা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বাড়ছে বেকারত্ব, অবনতি হচ্ছে পরিবেশের। এছাড়া অপরিকল্পিত নগরায়ণের ফলে প্রতি বছর হারিয়ে যাচ্ছে ফসলি জমি, সুপেয় পানির স্বল্পতা দেখা দিচ্ছে। পাশাপাশি খালবিল ভরাট করে বাড়ছে আবাসন প্রকল্প। নগরে মানুষের ঘনত্ব বাড়লেও রাস্তাঘাট বাড়ছে না, ফলে বাড়ছে যানজট। ঘনবসতির কারণে ব্যাপকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। নগর ও নাগরিকের এসব সমস্যা সমাধানে সঠিক পরিকল্পনা করে বিকেন্দ্রীকরণ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে দেশে মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ শহরে বাস করে। এর মধ্যে প্রায় ৩২ শতাংশই ঢাকা শহরে বাস করছে। রাজধানী ঢাকার ক্ষেত্রে সমগ্র রাজউক এলাকায় বর্তমান জনসংখ্যা ২৬ মিলিয়ন এবং জনশুমারি-২০২২ অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশন এলাকায় বিদ্যমান জনসংখ্যা প্রায় ১০ দশমিক ২৮ মিলিয়ন। ১৯০০ সাল থেকে যদি বৈশ্বিক নগরায়ণ লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে, নগরায়ণের সঙ্গে বেড়েছে প্রাকৃতিক দুর্যোগও। আর প্রাকৃতিক দুর্যোগ বাড়তে থাকলে আমাদের নগরায়ণ ও উন্নয়ন টেকসই হবে না। তারা বলছেন, পরিকল্পিত নগরায়ণের অভাবে পরিবেশগত ঝুঁকি বাড়ছে। ঢাকার আশপাশের আবাদি জমিতে বড় বড় স্থাপনা তৈরি করায় ফসলের জমি কমে যাচ্ছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, দক্ষিণ সিটি করপোরেশনে প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৩৯ দশমিক ৩৫ হাজার এবং উত্তর সিটি করপোরেশনে বর্গকিলোমিটারে প্রায় ৩০ দশমিক ৪৭ হাজার মানুষ বাস করে। বৈশ্বিকভাবে অনেক শহর রয়েছে, প্রাকৃতিক দুর্যোগের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শহরগুলোতে ঘন ঘন ঘূর্ণিঝড় ও বন্যা দেখা দিচ্ছে। এই চিত্রটা দিন দিন বাড়ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, বড় শহরগুলোতে নদী ভাঙনের শিকার প্রচুর মানুষ আসে। এছাড়া কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিতে শহরে প্রতিনিয়ত আসছে মানুষ। ফলে শহরে জনসংখ্যার ঘনত্ব যেমন বাড়ছে তেমনি বাড়ছে সড়কে যানজট। যে কারণে মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। চাপ বাড়ছে আবাসনের ওপর, ফলে দূষিত হচ্ছে—মাটি, পানি। কমে যাচ্ছে বায়ুর মান। বাড়ছে বস্তির সংখ্যা।
এই নগর পরিকল্পনাবিদ জানান, পরিকল্পিতভাবে নগরায়ণ হলে জনসংখ্যার অনুপাতে নাগরিক সুবিধা দেওয়া সম্ভব হতো। এ কারণে প্রয়োজন সমগ্র দেশকে নিয়ে পরিকল্পনা করা। পৌরসভাগুলোতে পরিকল্পিতভাবে সরকারি ও বেসরকারিভাবে বিনিয়োগ করতে হবে। তাহলে বিকেন্দ্রীকরণ হবে। মানুষ তার নিজের শহরেই কর্মসংস্থান, চিকিৎসাসেবা পেলে, তারা আর বড় শহরে আসবে না। তিনি বলেন, বাংলাদেশ খুব ছোট দেশ, এখানে ভবিষ্যতে খাদ্যসংকট হতে পারে, সে কারণে কৃষিজমি, জলাভূমি, বনভূমি, পার্ক প্রাকৃতিকভাবে সংরক্ষণ করতে হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার বলেন, বিশ্বব্যাপী অপরিকল্পিত নগরায়ণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ দুটোই বাড়ছে। আগামী দিনে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে শহরকে রক্ষা করতে পরিকল্পিত উন্নয়নের বিকল্প নেই। আমাদের নগরের জন্য যথার্থ পরিকল্পনা দরকার। উন্নয়নকাজে আমাদের যথেষ্ট সমন্বয়হীনতা রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আইন অমান্য করার সংস্কৃতি। আইন প্রণয়নের পাশাপাশি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
নগর গবেষণা কেন্দ্রের (সিইউএস) চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশে নগরায়ণের প্রবণতা দিন দিন বাড়ছে। গ্রাম থেকে লোক কর্মসংস্থানের উদ্দেশ্যে শহরের দিকে ধাবিত হচ্ছে। গ্রামীণ সমাজব্যবস্থায় কৃষি উৎপাদন ব্যতীত অন্য পেশা গ্রহণের সীমিত সুযোগ ও গ্রামীণ কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থায় ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য-বস্ত্র, শিক্ষা-চিকিৎসাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তির অনিশ্চয়তা এবং পাশাপাশি জলবায়ুজনিত পরিবর্তনের বিভিন্ন প্রভাবের কারণে, মানুষ অনেকটা বাধ্য হয়েই শহরের দিকে ধাবিত হচ্ছে।