নির্বাচন কোথায় নিরপেক্ষ হয়নি তা সুস্পষ্টভাবে বলতে হবে: প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৪৪:৫১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: দ্বাদশ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, বলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি, তাদের সুস্পষ্টভাবে বলতে হবে কী কী ক্ষেত্র দেখে বলছে নির্বাচন অবাধ, সুষ্ঠু হয় নাই, এটা তাদের বলতে হবে।’ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানদের নিয়ে ‘বিশেষ বর্ধিত সভা’র আয়োজন করা হয়।
শেখ হাসিনা বলেন, ‘তারা শুধু সুষ্ঠু হয় নাই বলে, কিন্তু কী কী ক্ষেত্রে, তারা সেটা বলে না। একইভাবে বলে যাচ্ছে অবাধ, নিরপেক্ষ হয় নাই। কিছু দেশীয়-আন্তর্জাতিক পর্যায় থকে এ ধরনের কথা বলা হয়। যে দেশই বলুক, তাদের কাছে আমার প্রশ্ন কীভাবে, কোথায় সমস্যা তাদের বলতে হবে।’
দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচন যাতে না হয়, তার জন্য চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছিল বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বারবার সেটা মোকাবিলা করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসেছি। এবারের নির্বাচন নিয়েও বিরাট চক্রান্ত ছিল। চক্রান্তটা ছিল যেন নির্বাচনটা না হয়। অর্থাৎ নির্বাচিত সরকারের কারণে বাংলাদেশের মানুষের যে আর্থসামাজিক উন্নতি হচ্ছে, এটাই অনেকের সহ্য হয়নি। তাই এমন একটা চক্রান্ত শুরু করেছিল, যার ফলে বিএনপি নির্বাচনে আসে নাই। নির্বাচন বানচাল করার জন্য তাদের জ্বালাও-পোড়াও অগ্নি-সন্ত্রাস।’
জনগণের ভোটে আওয়ামী লীগ বিজয়ী হবে জেনেই বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘সেই সঙ্গে তারা জুগিয়েছিল কিছু প্রভু। তাদের নির্দেশমতো আন্দোলন করে। এখনো কিছু কিছু লম্ফঝম্ফ করছে, করতে পারে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের জনগণের সংগঠন, এটা তাদের মনে রাখতে হবে। এটা ভেসে আসেনি কিংবা অবৈধভাবে ক্ষমতা দখলকারী জেনারেলের পকেট থেকে এই সংগঠন বের হয়নি। এটা মাটি-মানুষের ভেতর থেকে সংগঠন বেড়ে উঠেছে। মানুষই এই সংগঠনের বড় শক্তি।’