বাংলাদেশে বয়কটের মুখে ভারতীয় পণ্য
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ৯:১১:০৪ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক ‘ইন্ডিয়া আউট’ নামে ভারত বিরোধী এক ধরনের প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। সেখানে প্রতিবেশী দেশ ভারতের পণ্যসহ দেশটিকে ‘বয়কট’ নিয়ে করা নিয়ে বিভিন্ন ধরণের ক্যাম্পেইন চলছে।
গত সপ্তাহ দুয়েক যাবত এ প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে ফেসবুক, এক্স ও ইউটিউবে। যারা এসব প্রচারণা চালাচ্ছেন, তাদের বেশিরভাগই আওয়ামী লীগ কিংবা সরকার-বিরোধী হিসেবে পরিচিত। এরসাথে ছোটখাটো কয়েকটি রাজনৈতিক দলও রয়েছে।সম্প্রতি ইউটিউবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ঢাকার অলি-গলিতে এক তরুণ হ্যান্ডমাইক হাতে ভারতের পণ্য বর্জনের প্রচারণা চালাচ্ছেন। সে যুবক গণঅধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বলে জানা যাচ্ছে।
বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব প্রচারণা ভারতেও অনেকের মনোযোগ আকর্ষণ করেছে। বাংলাদেশের এসব প্রচারণার বিরুদ্ধে ভারতের অনেকে ইউটিউবে পাল্টা জবাব দিচ্ছেন।বাংলাদেশে ক্রমশ জোরদার হচ্ছে ভারত বিদ্বেষী মনোভাব। গত ৭ জানুয়ারি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভারতের হস্তক্ষেপ আছে বলে অভিযোগ উঠে। এর পরপরই বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব দেখা যায় একটি মহলে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইস্টার্ন আইয়ের এক বিশেষ প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ঢাকার অনেক খুচরা বিক্রেতা ভারতীয় পণ্য আর অর্ডার করেননি। কারণ আগের পণ্যগুলোই এখনো বিক্রি করতে পারেননি বলে তারা জানিয়েছেন বিক্রেতারা।শুধু মেরিকো নয়, আমুল এবং ডাবরের মতো অন্যান্য বড় বড় কোম্পানিকে গুলোকেও সোশ্যাল মিডিয়ায় টার্গেট করা হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়।
৭ জানুয়ারির সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ৩০০ আসনের মধ্যে ২২৩টি আসনে জয়ী হয়ে চতুর্থ মেয়াদে নির্বাচিত হন। শেখ হাসিনার বিজয়কে স্বাগত জানায় নয়াদিল্লী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তার মিত্ররা নির্বাচন বয়কট করে। আর এ কারণের এই নির্বাচনের সুষ্ঠু ও বৈধতা নিয়ে প্রশ্ন উঠে বিভিন্ন মহলে।
ইস্টার্ন আইয়ের প্রতিবেদনে বলা হয়, ‘ইন্ডিয়া আউট’ নামের ক্যাম্পেইনের প্রধান হিসেবে কাজ করছে ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট নির্বাসিত বাংলাদেশী চিকিৎসক পিনাকী ভট্টাচার্য। জানুয়ারির মাঝামাঝিতে তিনি ‘বয়কট ইন্ডিয়া’ প্রচারাভিযান শুরু করেছিলেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সোশ্যাল মিডিয়ায় তার দুই মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে বলে জানায় ইস্টার্ন আই।
এই বয়কট দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন অনেকে।বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখা যাচ্ছে প্রতি বছর বাংলাদেশে কমপক্ষে ১৪০০ কোটি ডলারের পণ্য রফতানি করে ভারত। দুই দেশের বিভিন্ন বন্দর দিয়ে এসব পণ্য সামগ্রী আসে দেশের বাজারে।
এ বিষয়ে বাংলাদেশের সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের স্পষ্ট করেই বলেছেন, ভারত বিরোধী এই অবস্থানের কারণে ভারতের সাথে কোনো টানাপোড়েন হবে বলে তারা মনে করেন না।