লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসার বর্ষপূর্তি পালন
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ৬:১০:২০ অপরাহ্ন
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, প্রত্যেক মানুষের জীবনে অন্ধকার রয়েছে। সেই অন্ধকার দূর করতে আলোর প্রয়োজন। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা তাঁর নিজেকে নূর বা আলো হিসাবে উল্লেখ করেছেন। আবার আপন দয়ায় আমাদের হেদায়াতের জন্য দুটি আলো প্রেরণ করেছেন। এক আলো হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আলো হলো আল কুরআনুল কারীম।
তিনি শনিবার লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেট’র ১০ম বর্ষপূর্তি ও হিফয সমাপনকারীদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদরাসা পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে মাদরাসার পরিচালক হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল ও এম শামসুদ্দিন আহমদ এর যৌথ পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আজির উদ্দিন পাশা, অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ আতাউর রহমান, কালারুকা লতিফিয়া দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা আজিজুর রহমান ধনপুরী, সাবেক ইউপি চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ নুরুল আমীন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ আহমদ আল জামিল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কবির আহমদ, সিলেট মহানগর সভাপতি আতিকুর রহমান শাকের, বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা জামিল আহমদ, মুতাওয়াল্লী জাহেদুর রহমান, সাবেক মুতাওয়াল্লী হিরণ খান, সেক্রেটারি মোহাম্মদ তালিমুল ইসলাম, সাবেক সেক্রেটারি হাজী তুরন মিয়া চৌধুরী ও পশ্চিম সদর স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্জ ফারুক আহমদ। বিজ্ঞপ্তি