কর বহির্ভূত খাত থেকে রাজস্ব আয় বাড়াতে হবে
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৪৩:২৯ অপরাহ্ন
কর বহির্ভূত খাতগুলোকে চিহ্নিত করে রাজস্ব আয় আরও বাড়ানোর ওপর জোর দিচ্ছে সরকার, শীঘ্রই এদিকে নজর দিতে হবে। দূর করতে হবে কর বিভাগের সকল অব্যবস্থাপনা। এগিয়ে নিতে হবে দেশের রাজস্ব খাতকে, অব্যাহত রাখতে হবে দেশের উন্নয়নকে।
রোববার সিলেটে ‘কর-বর্হিভুত রাজস্ব আহরণ বৃদ্ধিতে সচেতনতা ও সংবেদনশীল বৃদ্ধির লক্ষ্যে তৃতীয় বিভাগীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তাহমিদ হাসনাত খান। অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারী ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মফিদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান ও সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ।
নগরীর একটি অভিজাত হোটেলে ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা স্কিম, এসপিএফএমএস, অর্থ বিভাগ, অর্থমন্ত্রণালয় ও সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন অর্থ বিভাগের যুগ্মসচিব হোমায়রা বেগম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থ বিভাগের উপসচিব খন্দকার সাদিয়া আরাফিন ও উপসচিব সাবিহা ইয়াসমীন।
সম্মেলনে বক্তারা বলেন, কর বহির্ভূত রাজস্ব খাতগুলো অনেক সম্ভাবনার। এ খাতগুলোকে গুরুত্ব দেওয়া হলে বড় ধরনের রাজস্ব আয় সম্ভব। বিজ্ঞপ্তি