তাপামাত্রা বৃদ্ধির আভাস
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ৯:১৩:৪৪ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : মাঘ শেষ হতে আর বেশি দেরি নেই। শীতের দাপট কমে আসছে। বেলা একটু বাড়তেই রোদের তাপ টের পাওয়া যায়। আবহাওয়া অফিসও জানাল, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বাড়তে পারে।
রোববার সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনে ও রাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা ও মাঝারি কুয়াশা পড়তে পারে। পঞ্চগড় ও মৌলভীবাজারে চলমান মৃদু শৈত্যপ্রবাহ কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, সোমবার ও মঙ্গলবার শৈত্যপ্রবাহের আভাস নেই। আবহাওয়া প্রায় একই রকম থাকবে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।