উখিয়ায় খালে ভাসছে অজ্ঞাত লাশ
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ৯:১৮:৫৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : কক্সবাজারের উখিয়ার বালুখালি খালে অজ্ঞাত একটি লাশ ভাসছে। এ লাশ দেখার জন্য অনেকে সেখানে যাচ্ছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উখিয়ার বালুখালি খালে এ লাশ জোয়ারের পানিতে ভেসে আসলো। বিষয়টি জানিয়েছেন স্থানীয় বালুখালি এলাকার মুদির দোকানদার মিসবাহ উদ্দিন। তিনি বলেন, আমরা এপার থেকে শুনতে পাই মিয়ানমারের ওপারে চলা গোলাগুলির শব্দ। সীমান্তের কাছে আমার ঘর ও দোকান রয়েছে।শনিবার (১০ ফেব্রুয়ারি) বালুখালি খালে অজ্ঞাত লাশটি নাফ নদী হয়ে জোয়ারের পানিতে ভেসে আসলো। পরে দেখলাম সেটি সরে দূরে চলে গিয়েছিল।
তিনি আরও বলেন, রোববার দুপুর ১২টার দিকে লাশটা আবারও ভেসে আসলো। এখনো সেটি দেখা যাচ্ছে। এটা দেখার জন্য অনেক লোক জড়ো হয়েছে। উখিয়া থানার ওসি মোহাম্মদ শামীম হোসাইন বলেন, বালুখালি খালে একটি লাশ ভেসে আসলো খবর পেয়েছি।তবে সেটি উদ্ধার করতে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে।