মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৩৭:১৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় জেলা শহরের আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যায়ের ১শ ছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার। প্রতিযোগিতায় নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের লিখিত উত্তর দেয় প্রতিযোগিরা। পরে সঠিক উত্তরদাতাদের মধ্যে ৫ জনকে পুরস্কৃত করা হয়।
এতে প্রথম পুরস্কার পায় দশম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া আক্তার ইভা, দ্বিতীয় ছামিয়া জাহান, তৃতীয় বৈশাখী দাশ, চতুর্থ উম্মে মায়মুনা কবীর ও পঞ্চম পুরস্কার পায় আছিয়া আহমেদ প্রমি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলা কার্যালয় কর্মকর্তা সৌরভ রায়’র সভাপতিত্বে এতে অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মইনুল হক, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ, সিনিয়র সহকারি শিক্ষক আব্দুল মতিন, বাবুল উদ্দিন খান, ছালমা আক্তার, আব্দুল মতলিব প্রমূখ।