মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে রোভার স্কাউট ডেন উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৪০:৫৮ অপরাহ্ন
মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেছেন, সেবার মানসিকতা নিয়ে শিক্ষার্থীদের জীবন গড়তে হবে। সিলেট তথা বাংলাদেশে উচ্চ শিক্ষার প্রসারের উদ্দেশ্যে আজ থেকে দু’ দশক পূর্বে মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলাম। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিভিত্তিক ও আধ্যাত্মিকভাবে যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে এখানে রোভার স্কাউটিং শুরু হয়।
রোববার দুপুরে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট ডেনের উদ্বোধনকালে তিনি এ কথাগুলো বলেন।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার রোভারের ভাইস প্রেসিডেন্ট ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী ও সিলেট জেলা রোভারের সম্পাদক তোফায়েল আহমদ তুহিন। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোস্যাল সায়েন্স ও স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট এর প্রাক্তন ডিন প্রফেসর ড. কামাল আহমেদ চোধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্কুল অব এপ্লাইড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন প্রফেসর ড. নজরুল হক চৌধুরী, স্কুল অব ল’ এর ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, রেজিস্ট্রার তারেক ইসলাম, ইলেক্ট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান চৌধুরী নওশাদ আহমেদ, রোভার স্কাউট লিডার মোঃ আমজাদ হোসেন, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র লেকচারার ওয়াদিয়া চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের রোভার স্কাউট স্কার্ফ পরিয়ে দেন রোভার স্কাউট লিডার মোঃ আমজাদ হোসেন। পরে বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের মাঠে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও রোভার স্কাউট গ্রুপের পতাকা উত্তোলন করেন যথাক্রমে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও সিলেট জেলার রোভারের ভাইস প্রেসিডেন্ট ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী বাহার। বিজ্ঞপ্তি