জকিগঞ্জে রাস্তা নির্মাণে ঠিকাদারের গাফিলতিতে দুর্ভোগ
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১৪:০৯ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলার শাহগলী বাস স্টেশন থেকে বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসায় রাস্তার নির্মাণে ঠিকাদারের গাফিলতিতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, বারহাল ইউনিয়নের শাহগলী বাস স্টেশন থেকে বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসার রাস্তা দিয়ে প্রতিদিন ৭/৮ গ্রামের লোকজন ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা চলাচল করে থাকে। রাস্তাটি জন চলাচল অনুপোযোগী হওয়ায় এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ২২ জুন রাস্তাটি নির্মাণের জন্য স্থানীয় মেসার্স ছদিওল এন্টারপ্রাইজকে এক কোটি ২৬ লক্ষ টাকার প্রকল্প বরাদ্দ দেওয়া হয়। ঠিকাদার প্রকল্প গ্রহণ করে প্রথমেই অনিময় কারচুপির জন্য কোন বোর্ড টাংগায়নি। প্রায় দেড় বছর ধরে রাস্তা পুন: নির্মাণের নামে রাস্তায় ইটের কংক্রিট ফেলে রাস্তাটি এলাকাবাসীর জন্য চলাচলে মরণ ফাঁদে পরিণত করে ঠিকাদার লাপাত্তা হয়ে গিয়েছে। এলাকাবাসী রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারকে বললে তিনি এলাকাবাসীর সাথে দুর্ব্যবহার করে থাকেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ঠিকাদারকে কাজ করার চূড়ান্ত নোটিশ দিয়েছি। কাজ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী রাস্তাটি নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য নির্বাহী প্রকৌশলী এল.জি.ইডি সিলেট বরাবরে একটি দরখাস্ত দিয়েছেন।