প্রত্যাশা যুব সংঘের কার্যক্রম শুরু
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৪৫:৩৮ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটের নন্দিরগাঁও মানাউরা গ্রামের প্রত্যাশা যুব সংঘের ২০২৪-২০২৬ সেশনের নতুন কমিটি নিবার্চিত করা হয়েছে। গত শুক্রবার বিকেলে নন্দিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনের মধ্যে দিয়ে ৪ সদস্য বিশিষ্ট এই কমিটি নির্বাচন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে কে এম শাহিন আহমদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফখর উদ্দিন ও অর্থ সম্পাদক জুয়েল আহমেদ মুমিনকে নির্বাচিত করা হয়।
পরে সোমবার বিকেলে সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন সংগঠনটির নির্বাচিত সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন কমিটির নির্বাচিত ৪ সদস্য ও জাহাঙ্গীর আলম, তিবিয়ান মাহবুব, মোজাম্মেল আলী, জামাল উদ্দিন, ময়নুল হক, সাদিকুর রহমান, রাজু, জুনায়েদ, নয়ন, কাওছার আহমদ, সাজু, রুমেল প্রমুখ। এসময় মোনাজাত করেন মাওলানা এমাদ উদ্দিন। বিজ্ঞপ্তি