জগন্নাথপুরে অটো রাইসমিল পুড়ে ৩৫ লাখ টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৪০:৪১ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকান্ডে একটি অটো রাইসমিল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজারে।
স্থানীয়রা জানান, ১১ ফেব্রুয়ারি গভীর রাতে রাণীগঞ্জ বাজারের সুরমা অটো রাইসমিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভয়াবহ অগ্নিকান্ডের লেলিহান শিখা দেখে বাজারের ব্যবসায়ী সহ স্থানীয়রা জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। এ সময় রাত্রীকালীন টহলে থাকা থানার এসআই জিয়া উদ্দিনের নেতৃত্বে পুলিশ দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে স্থানীয়দের সহযোগিতা করেন। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। ততক্ষণে পুরো মিলটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় মিলে থাকা কয়েক শতাধিকমণ ধান ও চাল সহ সবকিছু পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে মিলঘরের মালিক আক্তার হোসেন ও মিল ব্যবসায়ী আউয়াল মিয়া ক্ষতিগ্রস্ত হন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত ভাবে কেউ কিছু বলতে পারছেন না। যদিও ধারনা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
খবর পেয়ে রাতে ও ১২ ফেব্রুয়ারি সোমবার সকালে রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম ও রাণীগঞ্জ বাজার সেক্রেটারি আবুল কাশেম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীগঞ্জ বাজার সেক্রেটারি আবুল কাশেম ও রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম।