ক্রিকেটে তিন সংস্করণেই অধিনায়ক শান্ত
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ৯:২৮:০০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক: ভারতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালেই নেতৃত্ব ছাড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব আল হাসান। এবার সেটিই বাস্তবায়ন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; তিন সংস্করণেই নেতৃত্ব থেকে সরানো হয়েছে সাকিবকে। তার জায়গায় পূর্ণকালীন মেয়াদে এই তিন সংস্করণের অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। সোমবার মিরপুরের শের-ই-বাংলায় বিসিবির বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে শান্তকে অধিনায়ক ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশকে অন্তত ১ বছর শান্ত নেতৃত্ব দেবেন।