গোরারাই ওয়াহিদ সিদ্দেক বিদ্যালয়ে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৩৮:০৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রবাসী সুন্দর মিয়া। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, অভিভাবক ও ইউপি সদস্য আব্দুল্লাহ আল আমীন, রঞ্জন পাল চঞ্চল, মুহিব খান, রুবি বেগম, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, শিক্ষক ফেরদৌসি আক্তার প্রমুখ। বাদ জোহর বিদ্যালয় মসজিদে মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ সিদ্দেক আহমেদ।