বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির পরামর্শ সভা
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪৭:৩৪ অপরাহ্ন
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির আওতাধীন এলাকার সঠিক বাজার ব্যবস্থাপনা, যানজট নিরসন ও সরকারি নির্দেশনা অনুয়ায়ী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৮টায় বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সমিতির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ হাফিজ হুসাইন আহমদ মাসুম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর এবং সমিতির উপদেষ্টা জগদীশ চন্দ্র দাশ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির ধর্ম সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. বাবলু খান। উন্মুক্ত আলোচনায় অংশ নেন আব্দুল বাসিত মহসিন, আতিকুর রহমান আতিক, রাসেল আহমদ, ডা. মন্টু দা, শামিম আহমদ, বশির আহমদ, নাজমুল ও মিজান আহমদ রুমন। সদস্যদের বক্তব্যের প্রেক্ষিতে জবাবী বক্তব্য প্রদান করেন সমিতির সভাপতি মো আব্দুস সাত্তার।
সমিতির উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন শালিস ব্যক্তিত্ব হেলাল আহমদ, ননী গোপাল দত্ত, আব্দুল হান্নান, সৈয়দুন্নুর তালুকদার, সমিতির সিনিয়র সহ সভাপতি জুবের আহমদ জুবেল, সহ সভাপতি সাইদুল ইসলাম, সহ সভাপতি বিপ্লব কুমার দেব, সহ সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ শিবলী, সমাজকল্যাণ সম্পাদক জাকির জালালী, সদস্য কাউছার আহমদ কাহার, সদস্য মো. উমর আলি, সদস্য সিতু রঞ্জন দে প্রমুখ। বিজ্ঞপ্তি