গোয়াইনঘাটে ইফার কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১২:২৫ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সমাজে সন্ত্রাস উগ্রবাদ, নারী নির্যাতন, মাদকাসক্ত, দুর্নীতি প্রতিরোধে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইমামরা সমাজের নেতা, তাদের মূল্যবান বয়ান মানুষ অনুসরণ করে সকল অপরাধ প্রবণতা থেকে নিজেকে মুক্ত রাখতে পারে। অপরাধমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকা অপরিসীম।
সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাস ও উগ্রবাদ, নারী শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, মাদকাসক্ত ও দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক ওলামা মাসায়েখ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি তানভীর হোসেন এ কথাগুলো বলেন।
১৩ ফেব্রুয়ারী সকাল ১১ টায় ইফা আয়োজিত উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে এফএস আব্দুল আজিজের সভাপতিত্বে সা. কেয়ারটেকার ফরিদ উদ্দিন কয়েসের সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। সভায় মডেল কেয়ারটেকার মাওলানা সালেহ আহমদসহ সা. কেয়ারটেকার ও সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।