সিলেটে হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ শুরু
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১৪:৩২ অপরাহ্ন
নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার সকাল ১১টায় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন কার্যালয় নগরীর ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুরে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে হাইওয়ে পুলিশ কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মোঃ শহিদ উল্লাহ্ এর নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সিলেট রিজিয়ন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মোঃ শহিদ উল্লাহ্ এর সভাপতিত্বে ও শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সহকারী পুলিশ সুপার শেখ মাসুদ করিম।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, ৪১নং ওয়ার্ডের কাউন্সিলর ফখরুল ইসলাম, ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান, ইছরাব আলী হাই স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি শাহ নিজাম উদ্দিন, লতিফা শফি মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ আমিরুল ইসলাম খান, সিরাজ উদ্দিন আহমদ একাডেমির প্রিন্সিপাল বেলাল আহমদ, রাজনীতিবিদ শাহ আলী রাজা, শাহ আহমেদুর রব, সিলেট জেলা ট্রাক পিকআপ কার্ভাডভ্যান মালিক সমিতির কার্যকরী কমিটির সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, ট্রাক পিকআপ কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার সভাপতি দিলু মিয়া, কার্যকরী কমিটির সভাপতি আব্দুস ছালাম, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুন আহমদ, সুনামগঞ্জ জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর উদ্দিন মিয়া, সাংবাদিক সিরাজুল ইসলাম, একাত্তর টিভির সুজাদ আহমদ, অনলাইন প্রেসক্লাবে সদস্য আব্দুল হাছিব, শাইস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবির, সাতগাঁও হাইওয়ে থানার আহাম্মদ শরীফ, পুলিশ পরিদর্শক সোহেল রানা, ইউনুস আলী, জাহিদ হাসান, আব্দুল কবির, ইব্রাহিম আহমদ, মোঃ রফিকুল নুর, কামাল হোসেন, রুহুল আমিন, শ্যামলি পরিবহনের ম্যানেজার মোঃ সুরুজ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি