বিয়ানীবাজারে জমিয়তের কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১৭:৪৪ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে মাওলানা আতিকুর রহমান সভাপতি, আব্দুল হক কাসেমীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ।
সোমবার বিকেলে পৌরশহরের দক্ষিণ বাজার বলাকা মার্কেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা আসআদ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
উপজেলা জমিয়তের অফিস সম্পাদক দিলওয়ার হোসেন ও ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ এবং সাবেক ছাত্রনেতা শরিফ আল হাসানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা (দক্ষিণ) জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমান, জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান, জেলা দক্ষিণ শাখার সহ সভাপতি আব্দুল খালিক কাসেমী, সাধারণ সম্পাদক মুশতাক আহমদ চৌধুরী, সহ সম্পাদক মুফতি শিব্বির আহমদ, মাওলানা আলী আহমদ, ইউরোপ জমিয়ত নবনির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এনাম উদ্দিন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আশরাফ ফারুক জালালাবাদীসহ বিভিন্ন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।