ষাটঘর সমাজ কল্যাণ সংস্থার ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৭:২০:০০ অপরাহ্ন
সিলেট নগরীর দক্ষিণ সুরমার ষাটঘর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ষাটঘর ৯ম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার রাতে গোটাটিকর ষাটঘর উচাবাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক, পিকাআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর আহমদ খান সাদেক।
ষাটঘর জামে মসজিদের মোতাওয়াল্লি আবু তাহের এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগ ২৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নেওয়াজ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ছামিরুন নেছা, ষাটঘর জামে মসজিদের সহ সভাপতি আজিজুর রহমান, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান বাবলা ও প্রবাসী আব্দুল মালেক সজু।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ২৭নং ওয়ার্ড সভাপতি শুভরাজ এর সার্বিক সহযোগিতায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য সুয়াইবুর রহমান, মুন্না আহমদ, শুভরাজ, আল-আমিন রাব্বি, নিপু আহমদ, ফজলুল হক রবিন প্রমুখ।
ফাইনাল খেলায় সিলাম জুটিকে পরাজিত করে রুহেল জুটি চার মাইল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন এডভোকেট মলয় কান্তি পাল সামু। পরে বিজয়ী দলের হাতে প্রথম পুরষ্কার নগদ ৮ হাজার টাকা ও একটি উন্নতমানের ট্রফি এবং রানার্সআপ দলের হাতে ৪ হাজার টাকা ও ট্রফি তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি