মোগলাবাজারে শানে মোস্তফা মহাসম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৭:২২:৪৭ অপরাহ্ন
ভারতের উজানডিহীর পীর সাইয়্যিদ আল হাবীব আল্লামা মুস্তাক আহমদ মাদানী বলেছেন, আল্লাহ চান সবসময় তাঁর বান্দারা তাঁর হাবিব (সা.) কে স্মরণ করুক, যাতে তাঁর হাবিবের শান-মান প্রকাশ পায়। যেহেতু নবী করিম (সা.) জগতবাসীর জন্য রহমতস্বরূপ। তাই যুগে যুগে মানুষ বিভিন্নভাবে রাসুল (সা.) কে স্মরণ করে আসছে। শানে মোস্তফা (স.) চর্চা করা নবীপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত।
আল্লামা মুস্তাক আহমদ মাদানী সোমবার দক্ষিণ সুরমার মোগলাবাজার রেবতীরমণ সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের মাঠে শানে মোস্তফা (সা.) মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মোগলাবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে সকাল ১১টা থেকে মধ্যে রাত পর্যন্ত মহাসম্মেলনে দেশ বিদেশের উলামায়ে কেরামগণ নসিহত পেশ করেন।
মাওলানা হাফিজ মারুফ আহমদ জুনেদ, দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা হাফিজ আব্দুস শহীদ, রেবতীরমণ সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা ফয়ছল আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল লতিফ রুহেলের পৃথক পৃথক সভাপতিত্বে বয়ান পেশ করেন জালালপুর জালালিয়া সিনিয়র ফাযিল মাদরাসার অধ্যক্ষ জফর উদ্দিন মোহাম্মদ আব্দুল মুনাইম মনজলালী, মহাখালী কামিল মাদরাসা ঢাকার প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান, তাইয়্যিবা ফাউন্ডেশন সিলেটের পরিচালক মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলী, ইমাম আযম আবু হানিফা (রহ.) ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক মাওলানা মুফতী মোহাম্মদ শাহ আলম, মোহনা টিভি ও মাই টিভির ধর্মীয় আলোচক মাওলানা মুফতী বেলাল আহমদ, দারুননাজাত আইডিয়াল মাদরাসা ঢাকার অধ্যক্ষ মাওলানা ছানা উল্লাহ জামালী, রারাই মুহাদ্দিস ছাহেব (রহ.) এর ছাহেবজাদা মাওলানা মোহাম্মদ আব্দুল বাকী খালেদ।
আনজুমানে তালামীযে ইসলামিয়া মোগলাবাজার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রাইয়্যান আহমদ রাফির পরিচালনায় শুরুতে খতমে খাজেগান ও মিলাদ অনুষ্ঠিত হয়। শেষে আন নাবিউল আমিন-২ নামক স্মারক উন্মোচন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি