মকন উচ্চ বিদ্যালয় কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৭:২৪:৩৬ অপরাহ্ন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল মান্নান খাঁন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা একটি অবিচ্ছেদ্য অংশ। লেখাপড়া ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না।
সোমবার বেলা ১১ টায় দক্ষিণ সুরমা কামালগঞ্জস্থ মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মতিন চৌধুরী ও সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১ নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুন খাঁন, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের বিদায়ী অধ্যক্ষ শহিদুর রব, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক শমসের আলী, আব্দুল বাছিত ও মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মুহাম্মদ তাজুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দোলন, প্রভাষক ফয়জুন নাহার নাজমা, সহকারী অধ্যাপক নিরাজিতা খানম, ডেমনস্ট্রেটর মোঃ জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক সৈয়দ সফওয়ান শহীর, মোল্লা মাহমুদ হানিফ, রুমা তালুকদার, মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ আছাদুজ্জামান আছাদ, সহকারী শিক্ষিকা হেলেনা আক্তার, সহকারী শিক্ষিকা রেহানা পারভীন মুক্তা, সুহেল আহমদ পাটোয়ারী, মোঃ সামছুল হোসেন, খালেদা বেগম লাকী প্রমুখ। বিজ্ঞপ্তি