ইবনে সিনা হাসপাতালের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৭:২৯:২৬ অপরাহ্ন
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের প্রধান আকর্ষণ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে।
সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ আজহার উদ্দিন খান এবং এসিস্ট্যান্ট ম্যানেজার মাজহারুল ইসলাম মুমিন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ডি.এম.এস কর্ণেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী এবং ম্যানেজার (এডমিন) এন্ড ইনচার্জ আলী হায়দার মোঃ তানভীর।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, খেলাধুলা সুস্থ সংস্কৃতির অন্যতম উপাদান। তবে, এই খেলাধুলায় মত্ত হয়ে আমরা যেন নামাজ ছেড়ে না দেই এবং মিথ্যা কথা না বলি। খেলাধুলায়ও আমাদের আল্লাহর আইন মেনে সুস্থ সংস্কৃতির প্রতিনিধিত্ব করতে হবে। সুস্থ ধারার সংস্কৃতিকে ধারণ না করলে অসুস্থ সংস্কৃতিতে সমাজ ছেয়ে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চীফ মেডিকেল অফিসার মেজর (অবঃ) ডাঃ আব্দুস সালাম চৌধুরী, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব ২০২৪ইং এর ওয়ার্কিং কমিটির কো-অর্ডিনেটর এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক, একাউন্টস ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইনচার্জ আল আমিন, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ তোফাজ্জল হোসাইন ও ডাঃ মারুফ মোরশেদ, এইচ.আর ইনচার্জ ইকবাল হোসেন খন্দকার, কাস্টমার কেয়ার বিভাগের ইনচার্জ মোঃ নূরুল হক, মেইনটেনেন্স বিভাগের ইনচার্জ ইঞ্জিনিয়ার ফয়জুল ইসলাম, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের ইনচার্জ মোঃ দিলশাদ মিয়া, ফার্মেসী ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, কর্পোরেট ইনচার্জ মোহাম্মদ শাহেদ আলী, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার হাবিবুল্লাহ দস্তগীর, স্টোর ইনচার্জ কমর উদ্দিন, হাউজকিপিং ইনচার্জ আনোয়ার হোসেন রাসেল, ওটি এন্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ইনচার্জ আবুল খয়ের মুহাম্মদ আব্দুল্লাহ, এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ জহির উদ্দিন, আইটি ইনচার্জ আবিদ সালমান, ক্যান্টিন ইনচার্জ মোঃ হাবিবুল ইসলাম, ইবনে সিনা ডায়াগনস্টিক ও কনসাল্টেশন সেন্টার, রিকাবীবাজারের ভারপ্রাপ্ত ইনচার্জ রেজাউল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ মামুন সরকার, ইবনে সিনা কালেকশন এন্ড কনসালটেশন সেন্টার, মীরগঞ্জ এর ইনচার্জ নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টিম মেঘনা ও টিম সুরমা মুখোমুখি হয়, এই ম্যাচে টিম মেঘনা ৯ উইকেটে জয় লাভ করে। বিজ্ঞপ্তী