দক্ষিণ সুরমায় সরিষা প্রদর্শনী মাঠ দিবস
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৬:২৩:৫২ অপরাহ্ন
দক্ষিণ সুরমায় রাজস্ব প্রকল্পের আওতায় সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার জালালপুর ইউনিয়নের আজমতপুরে রাজস্ব প্রকল্পের আওতায় বারি সরিষা-১৭ এর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী সিলেট এর উপ পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
তিনি তার বক্তব্যে বলেন, সরিষার তেল অধিক পুষ্টি সমৃদ্ধ খাবার। তেল খাবারের স্বাদ ও পুষ্টিমান বাড়িয়ে দেয়। আমাদের দেশে চাহিদানুযায়ী তেলের উৎপাদন না থাকায় বিদেশ থেকে আমদানীকৃত তেলের ভিড়ে পরিবেশবান্ধব সরিষার চাষ অনেকটাই হ্রাস পেয়েছে। তাই দেশের কৃষি বৈজ্ঞানীরা স্বল্প জীবনকাল বিশিষ্ট উচ্চ ফলনশীল এবং রোগবালাই প্রতিরোধী বারি সরিষা-১৪ ও ১৭ উদ্ভাবন করে দেশের জনগণের তেলের চাহিদা পূরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দক্ষিণ সুরমা সিলেট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গৌতম পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ নাসির উদ্দীন।
মাঠ দিবস অনুষ্ঠানে উপসহকারী কৃষি অফিসার আবুল হাসান হুমায়ুন রশীদ শাহীন, প্রান্তি দে, কৃষক মাহমুদুর রহমানসহ এলাকার ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি