আব্দুল গফুর স্কুলে ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৬:২৫:১৬ অপরাহ্ন
সিলেট নগরীর আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রতিষ্ঠানের গভার্নিং বডির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট অঞ্চলের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল ও দি এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শমশের আলী, গভার্নিং বডির সদস্য মুজিব মালদার ও আব্দুল মুনিম।
সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমান ও সহকারী শিক্ষক মোহাম্মদ রুহুল আমীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন গভার্নিং বডির সদস্য নাজিরুল ইসলাম নাজির, মহিলা সদস্য মোছা. শাফিয়া বেগম, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আব্দুস শহীদ তুমেলসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে হাইস্কুল শাখায় সহকারী শিক্ষক মোহাম্মদ রুহুল আমীন ও কিন্ডারগার্টেন শাখায় রোকসান আরা বেগমের নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি