দক্ষিণ সুরমায় কৃষক প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৬:২৭:০৮ অপরাহ্ন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী সিলেট এর উপ-পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেছেন, আধুনিক কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে সম্প্রসারণ করে কৃষি উৎপাদন বাড়াতে কৃষক প্রশিক্ষণের বিকল্প নেই। এর মাধ্যমে কৃষকের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধিত হয় এবং দেশের অর্থনীতি সুদৃঢ় হয়।
তিনি মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দক্ষিণ সুরমা সিলেট কর্তৃক উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এফআরইএফ (ফ্রিপ) প্রকল্পের আওতায় কৃষক কৃষানীদের নিয়ে আয়োজিত কৃষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গৌতম পালের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ দীপংকর সুত্রধর এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পারনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ নাসির উদ্দীন। দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা উপজেলার ৬০জন কৃষক অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি