জাতীয় ইমাম সমিতি খাদিম নগর ইউনিয়নের তাফসির মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৬:২৮:৪২ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ৩নং খাদিম নগর ইউনিয়ন শাখার উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন সোমবার সিলেটের এয়ারপোর্ট থানার বড়শালা নতুন বাজারে অনুষ্ঠিত হয়।
জামেয়া মোহাম্মদিয়া আরবিয়া এয়ারপোর্ট সিলেটের মুহতামিম শায়খুল হাদীস শায়েখ মাওলানা ওয়ারিছ উদ্দীন ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ৩নং খাদিম নগর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা হাফিজ মাহমুদুল হাসান এর পৃথক পৃথক সভাপতিত্বে সম্মলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা তাহফিমুল হক হবিগঞ্জী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার সভাপতি মাওলানা এহসান উদ্দিন, এয়ারপোর্ট থানা শাখার সভাপতি মাওলানা তাহসিন উদ্দিন।
ক্বারী ইউনূছ আহমদ ও মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ কয়ছর আহমদ কাওছার এর যৌথ পরিচারনায় মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন মুফতি মোশাহিদ মনোয়ার ও মাওলানা জাকারিয়া আহমদ নবীগঞ্জ। আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে বয়ান পেশ করেন জামিয়া আবু হুরায়রা মাদরাসা মহালদিক সিলেটের মুহতামিম হাফিজ মাওলানা ইয়াহইয়া খান, জামিয়া ইসলামিয়া শিমুলকান্দি মাদরাসা এয়ারপোর্ট সিলেটের মুহতামিম মাওলানা বিলাল আহমদ, মাওলানা আব্দুস সুবহান আব্বাসী- শিমুলকান্দি, বড়শলা জামে মসজিদ এয়াপোর্ট সিলেটের ইমাম ও খতিব হাফিজ মাওলানা জাহিদ আহমদ।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ৩নং খাদিম নগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত তাফসিরুল কোরআন মহাসম্মেলনে উপস্থিত ছিলেন ও সার্বিক সহযোগিতা করেন মাওলানা আবদুল মুকিত, মাওলানা হাফিজ জামিল, মাওলানা আলাউদ্দিন, মাওলানা আবদুল কাইয়ুম, ক্বারী আবদুর রহমান, মাওলানা হাফিজ শামীম সাজ্জাদ, মাওলানা আবিদ আহমদ, মাওলানা মোহাম্মদ আলী, হাফিজ রুহুল আমিন, মাষ্টার নুরুজ্জামান, সমাজসেবী জাহাঙ্গীর আলম, আলমগীর আলম, আবদুস সামাদ, রুপু আহমদ, স্বপন আহমদ, আবদুল মালিক, জুবের আহমদ, কুতুবউদ্দিন, সুমন আহমদ, মাছুম আহমদ, সৌরভ আহমদ, হাসান আহমদ, লাদেন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি