শিমুল বাগানে বসন্ত বরণ উৎসব
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৭:২৮:৫০ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দিকী বলেছেন, প্রকৃতি ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি অন্যতম স্তম্ভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল করতে চান কিন্তু এই প্রকৃতি ছাড়া নয়। এই প্রকৃতিকে এই ঐতিহ্যকে এই সংস্কৃতকে শিল্প সাহিত্যকে তুলে ধরার দায়িত্ব হল নবীন প্রজন্ম তারার।
বুধবার সকাল ১১টায় সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগানে বসন্ত বরণ উৎসবে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিমুল বাগানে বসন্ত বরণ উৎসবে নৃত্য, গান, ছবি আঁকাসহ নানা আয়োজন করে।
সকাল ১১ টায় বসন্ত উৎসবের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।