বালাগঞ্জে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩০:০৮ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে পূর্ব গৌরীপুর ওমর (রাঃ) দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাদ্রাসা হল রুমে দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ আমির আলীর সভাপতিত্বে শিক্ষক মুহিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরী সেক্রেটারি শাহজাহান আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আব্দুল বাসিত চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট আইডিয়াল মাদরাসার ভাইস প্রিন্সিপাল আহমেদ হোসাইন, সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুহেল আহমেদ রিপন, সিলেট ইবনে সিনা হাসপাতালের সিনিয়র কর্মকর্তা শাহেদ আলী, প্রতিষ্ঠানের রেক্টর আব্দুল আহাদ সিদ্দিকী, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ফখরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আকিফ সিদ্দিকী, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সাকিব সিদ্দিকী, সৈয়দ শাহিন আহমেদ, প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলি ও এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি