সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ডে পালিত
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২৪:৫২ অপরাহ্ন
নানা কর্মসুচির মধ্য দিয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ডে পালন করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে বুধবার সকালে কলেজে কেক কাটা, র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনের শুরুতে কলেজ প্রাঙ্গণে জাতীয় এবং কলেজের পতাকা উত্তোলন শেষে একটি র্যালী নগরীর মিরবক্সটুলা পয়েন্ট ঘুরে কলেজে এসে শেষ হয়। পরে একই স্থানে কলেজ ডে’র কেক কাটা হয়। সব শেষে আলোচনা সভার মাধ্যমে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ডে’র কর্মসূচি শেষ হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে এই সব কর্মসুচিতে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা: জি এম মনিরুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ঈমাইল হোসেন পাটোয়ারী, অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, একাডেমি কো-অর্ডিনেটর অধ্যাপক ডাঃ তহুর আব্দুল্লা চৌধুরী, ক্রীড়া ও সংস্কৃতি কমিটির আহবায়ক অধ্যাপক ডাঃ আল মোহাইমিন, অধ্যাপক ডাঃ খন্দকার আবু তালহা, সহকারি পরিচালক এটিএম মিশু, হাফহিম আহমদ রিফাত, ডা: ইসফাক জামান সজিব প্রমুখ। বিজ্ঞপ্তি