সিলেটে সরস্বতী পূজা উদযাপন, আজ রাতে শোভাযাত্রা
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩০:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বুধবার পালিত হয়েছে সরস্বতী পূজা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় নগরীর সিটি পয়েন্ট থেকে সরস্বতী প্রতিমা শোভাযাত্রা করা হবে। শোভাযাত্রা উদ্বোধন করবেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এবার ৫শ ম-পে পূজার আয়োজন করা হয়।
সনাতন ধর্মমতে, বিদ্যার দেবী সরস্বতী। প্রতিবছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উদযাপন হয়। সনাতন শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের জন্য অনেক আগ্রহ নিয়ে এই পূজা করেন। সরস্বতী পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে নির্মাণ করা হয় অস্থায়ী মন্দির। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা এই পূজা করেছে।
পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর সভাপতি রজত কান্তি গুপ্ত বলেন, নগরীতে প্রায় পাঁচশত ম-পে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সবাই সবার সাধ্যমত এই পূজার আয়োজন করেন। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের এই পূজা নিয়ে উৎসাহ বেশি থাকে। তাই তারা নিজেরাই ম-প সাজানো থেকে শুরু করে আনুষঙ্গিক সব কাজ করে থাকে। প্রতি বছরই পূজার পরের দিন সরস্বতী প্রতিমা শোভাযাত্রা করি। এবার বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় নগরীর সিটি পয়েন্ট থেকে আমরা সরস্বতী প্রতিমা শোভাযাত্রা করবো।