আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, থাকবে না চিনি-পেঁয়াজ
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৫:৪৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: আজ বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস পূর্ব কার্যক্রম শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবি। রমজান উপলক্ষে এ কার্যক্রমে ছোলা থাকলেও এবার রাখা হয়নি চিনি ও পেঁয়াজ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে এবারের কার্যক্রম শুরু হবে। কার্যক্রমে চিনি, পেঁয়াজ না থাকলেও রমজান উপলক্ষে ৫৫ টাকা দরে ১ কেজি ছোলা যোগ করা হয়েছে। এছাড়া আগের দামে পাওয়া যাবে ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল বা রাইসব্রান অয়েল; ৬০ টাকা দরে ২ কেজি মশুর ডাল এবং ৩০ টাকা দরে ৫ কেজি চাল বিক্রয় করা হবে।
টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের পূর্ব মাদারবাড়ী দারোগাহার্ট রোডের হাসিনা অয়েল মিল সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।
টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর মহতী উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান। পবিত্র রমজান উপলক্ষে ১ম পর্বের বিক্রয় কার্যক্রম ১৫ ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হবে। কার্যক্রম ডিলার দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনায় পরিচালনা হবে।