খুরশিদ আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫৮:০৫ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার ৭ নং ইউনিয়নের মোগলগাঁও খুরশিদ আলী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি ও মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম টুনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আশফাক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সোজাত আলী রফিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক মো. হিরণ মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ শাহানুর, এফআইভিডিভির পরিচালক জাহিদ হোসেন বাচ্চু, প্রবাসী আব্দুল মালিক আজিরসহ গভর্নিং বডির সদস্য, শিক্ষকমন্ডলী এবং এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফলতা কামনা করে মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি