তাহিরপুরে মাসিক আইন শৃঙ্খলা সভা
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০০:৩১ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ডিজিটাল কর্ণারে উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, ওসি নাজিম উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসাইন, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ আলী, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খাঁ, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, বীর মুক্তিযুদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।