জুড়ীতে এসএসসি ও দাখিলে অনুপস্থিত ১৫
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০১:০২ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে এসএসসি পরীক্ষার তিনটি কেন্দ্রে ১০ জন অনুপস্থিত এবং দাখিলে ৫ জনসহ মোট ১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এসএসসি পরীক্ষায় ১৪৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৪২৭ জন।
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬টি বিদ্যালয়ের ৭০৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭০২ জন। অনুপস্থিত ৫ জন। হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬টি বিদ্যালয়ের ৩৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৩৬ জন। অনুপস্থিত ২ জন এবং ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫টি বিদ্যালয়ের ৩৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮৯ জন উপস্থিত ছিলেন। ৩ জন অনুপস্থিত।
এদিকে, দাখিল পরীক্ষায় হযরত শাহ খাকী (রঃ) ইসলামীয়া আলিম মাদরাসা কেন্দ্রে উপজেলার ৮টি মাদরাসার ৩৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬১ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৫ জন।