প্রধানমন্ত্রীর জার্মানি যাত্রা
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০৪:১০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার সকালে জার্মানির উদ্দেশ্যে যাত্রা করেছেন। সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। মিউনিখে অবস্থানকালে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জার্মানির চ্যান্সেলর ও ডেনমার্ক এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন। ১৯ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।